দিবনে

 

কত যতনে আগলে রেখেছি তোমায় এ হৃদয়ে,
তুমি বুঝেও বুঝো না প্রিয় আমাকে।
কতটা কষ্ট নিয়ে রোজ থাকি,
তোমাকে পাবো না জানি তবুও ভালোবেসে যাই দিবানিশি।
কি করে রেখে থাকো আমায় দুরে,
আমাকে কেন তুমি ভালোবাসার মায়া জালে আটকালে।
হয়তো তোমার হৃদয়ে আমার জন্য নেই জায়গা,
তোমার জন্য আমার হৃদয়ে আছে হাজারো মায়া।
ভুল বুঝে তোমাকে হারালাম আমি,
কেন আমায় ধরে রাখতে পারলে না তুমি।
আমি তো আজ ভেবে যাই তোমাকে নিয়ে,
মনের মাঝে দুঃখ গুলো রোজ জড়সড় হয়ে থাকে।
আজো কি তোমার আমার কথা মনে পড়ে,
আমি তো পারিনা তোমায় এক মহূর্তের জন্য ভুলে থাকতে।
মনের মাঝে দুঃখ নামক যন্ত্রণা রোজ কড়া নাড়ে,
তোমাকে মন চায় এ হৃদয়ে আগলে রাখতে।
______শ্রাবণী

Comments